images

রাজনীতি

সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, গুছিয়ে আনতে পারছে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, গুছিয়ে আনতে পারছে না। রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের অস্থিতিশীলতা সরকারকেও অস্থিতিশীল করে তুলতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্ব কমিয়ে আনা দরকার। সফল হতে চাইলে সরকারকে এজেন্ডা কমিয়ে আনা দরকার। 

শনিবার (৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তিনি বলেন, সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে  কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।

তিনি আরও বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনও পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি।

তিনি অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানান। একইসাথে তিনি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন করার আহ্বান জানান। তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও আহ্বান জানান। 

অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে বক্তব্য দেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী, মোহাইমিনুল হক,পবিত্র এদবর, মো. লিটন মন্ডল, মামুনুর রহমান রজব, শাখিলা আকতার শান্তা, রেজাউল ইসলাম আশরাফুল ইসলাম প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।

এমই/এএস