images

রাজনীতি

ফ্যাসিবাদীদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা বড় দায়িত্ব: জামায়াত আমির

জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

গত ১৬ বছরে দেশে খুন, গুম, গণহত্যা, লুটপাট ও বিদেশে টাকা পাচারে জড়িতদের বিচারের তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসবের বিচারের মাধ্যমেই তারা দেশ ও জনগণের কাছে নিষিদ্ধ হয়ে যাবে, যা এখন ‘বড় দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদদের বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা বড় দায়িত্ব। তারা যত খুন করেছে, গুম করেছে, গণহত্যা চালিয়েছে, লুট করেছে, বিদেশে টাতা পাচার করে তাদের বিচার হওয়া প্রয়োজন। বিচারের মাধ্যমে তাদের নিষিদ্ধ করাটাই সবচেয়ে উপযুক্ত দাওয়াই।

শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হাসিনা সরকার পতনের পর যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজিতে মেতেছেন তাদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত দেশে এত রক্ত, এত গণহত্যা, এত মানুষ পঙ্গুত্ববরণ করল, এত মানুষ ঘর ছাড়ল, দেশ ছাড়ল তবুও কি এ জাতির শিক্ষা হবে না। এ শিক্ষা যারা নেবে না, আমরা কি তাদের সমর্থন করতে পারি। তাদের কি বন্ধু মনে করতে পারি, রাজনীতিবিদ মনে করতে পারি। একজন রাজনীতিবিদ কখনো চাঁদাবাজ হতে পারে না। চাঁদাবাজের দলীয় কোনো পরিচয় নেই, সে চাঁদাবাজ। 

thumbnail_IMG_20250103_165930

নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাদের নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করেন নাই। তারা জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন মাথা কিন্তু নত করেননি। বহু ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত প্রস্তাব ও ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখান করা হয়েছে। কারণ আমরা আল্লাহকে ভয় করি। তাদের হাত অন্য সম্পদের দিকে কখনো যেতে পারে না। তাদের মনে আল্লাহ ভয় থাকবে, কারা দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবে। যদি এমন কোনোব্যাতিক্রম পান, আপনারা পরামর্শে দেবেন। সংগঠন কারো মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবে না, আদর্শে কারো কাছে হার মানবে না।

আ.লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ দেশে যে গণহত্যা করেছে, যা দেশের ১৮ কোটি মানুষ জানে। তারা যত অপকর্ম করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের সম্পদ লুট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। বিদেশের পাচারের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের আদালতের মাধ্যমে তাদের মুখোশ উম্মোচন করে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিতে হবে। যাতে তারা যেখানে থাকেন তাদের বিশ্বের মানুষ দেখে ঘৃণা করে। 

আরও পড়ুন

অতি জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিন: জামায়াত আমির

জামায়াতের আমির আরও বলেন, সংসদ মানুষের জীবনমান উন্নয়নের জন্য। দেশকে সভ্যতার উচ্চ শিখড়ে নিয়ে যাওয়ার জন্য। একটা মর্যাদাশীল দেশে নিয়ে যাওয়ার জন্য। সুশাসন উপহার দেওয়ার জন্য। কিন্তু এসব নিয়ে আমাদের সংসদে কথা হয় না। সংসদে গান-নাচ হতো, সংসদকে কলুষিত করা হয়েছে। আমরা এমন চাইনি। সংসদ হবে দেশের উন্নয়নের কেন্দ্রস্থল। যেখান থেকে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন, সুশাসন নিয়ে সঠিক আলোচনা হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।

ইএ