নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলার জনগণ তার বিচার দেখতে চায়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমির বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা জাতি কখনো ভুলবে না। সে সময় ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার বাংলার মানুষ চায়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য সবাইকে নতুন করে সংগ্রামে অংশ নিতে হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ, টেন্ডারবাজদের প্রবেশ করতে দেওয়া উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতি বারবার পথ হারাবে।
এদিকে, ১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সারাদেশ থেকে আসা সদস্যরা সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এ সম্মেলন থেকে ২০২৫-২৬ মেয়াদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন করবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সদস্যরা।
এমই/এইউ