images

রাজনীতি

সচিবালয় আগুনের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে: মোস্তফা জামাল

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। জুলাই-আগস্টের চেয়েও আরও কঠোর এবং কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমরা অন্তর্বতীকালীন সরকারের শত্রু নই বন্ধু। কিন্তু আপনারা ভুল করলে দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আরও সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ১২ দলীয় জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, গত জুলাই-আগস্টের চেয়ে কঠিন সময় পার করছি। আমাদের ঐক্য এবং সংগ্রামী চেতনায় কোথায় যেন চিড় ধরেছে। একটি অপতৎপরতা চলছে। হাসিনার বিদায়ের পর অন্তর্বতীকালীন সরকারের যে যাত্রা শুরু হয়েছে তাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছি। আমাদের আস্থা এখনো আছে। কিন্তু তারা প্রতিনিয়ত ভুল করছে। যার কারণে আমাদের ঐক্যে ফাটল ধরেছে। আমাদের সংগ্রামী চেতনার ঐক্য অটুট না থাকলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রুরা বেশি খুশি হবে। আপানারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিলে জনতা সবচেয়ে বেশি খুশি হবে।

আরও পড়ুন:

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বিদ্যমান। তারা কলকাতা এবং দিল্লীতে বসে হেন কোন ষড়যন্ত্র নেই যে করছে না। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। শেখ হাসিনার আমলে ভোটবিহীন তিনটি নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছিলেন তাদের পুনর্বাসনের ধৃষ্টতা দেখানো হচ্ছে। তাদের ষড়যন্ত্র সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে টিকে আছেন। আজকে একজন উপদেষ্টা বলেন ৫৩ বছরে রাজনীতিবিদরা কী করেছেন? উল্টাপাল্টা বলবেন না। ৫৩ বছরে দেশে যা হয়েছে তা রাজনীতিবিদরাই করেছে। দল করার অধিকার সবারই আছে কিন্তু সরকারি প্রটোকল নিয়ে দল করলে তার জনভিত্তি থাকবে না।

১২ দলীয় জোটের সমন্বয়ক বলেন, সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। যাতে সচিবালয়ে থাকা নথিগুলো পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এজন্য একটা তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচার করতে হবে। আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না, রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা রাজপথে নামলে আপনাদের ক্ষমতার মসনদ কিন্তু চুরমার হয়ে যাবে। সুতরাং অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। 

১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহাসান হাবিব লিংকন, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মুহাম্মদ ফারুক রহমান প্রমুখ বক্তব্য দেন।


এমই/এফএ