images

রাজনীতি

হাসি ফুটলো বাবুল-শামার মুখে, তারেক রহমানের প্রতি জানালেন কৃতজ্ঞতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৪, ০২:২২ এএম

বহিষ্কারের দুই মাসেরও বেশি সময় পর দলীয় পদ ফিরে পেয়ে অনেকটা হাসি ফুটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুখে।

গত ২১ আগস্ট এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় তাদের পদ স্থগিত করে বিএনপি।

স্থগিতাদেশে বলা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

একই কথা বলা হয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে দেওয়া চিঠিতেও।

রোববার (১০ নভেম্বর) তাদের দুজনের পদ স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে বলা হয়, গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের দলের পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত পত্র পেয়ে শহিদুল ইসলাম বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের দরবারে। যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ও নিয়ন্তা। অন্তহীন কৃতজ্ঞতা আমার মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা, আমার অভিভাবক-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি।

নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, সবার কাছে দোয়া চাই, আমাদের হাজার হাজার সহযোদ্ধা, ভাই, বন্ধু, -যারা এই সময়ে আমাকে নিবিড়ভাবে সাপোর্ট দিয়েছেন, এমনকি আমাকে মায়া করে হাজার হাজার মানুষ যেভাবে চোখের পানি ফেলেছেন- তাদের এই ঋণ পরিশোধ করার সামর্থ আমার নাই, এই ঋণ নিয়েই আমি মরতে চাই। এই ভাবেই সব সময় আমাকে আপনাদের পাশে রাখবেন, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। 

বিইউ/এএস