images

রাজনীতি / জাতীয়

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত তপু নন্দী নামে এক আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তপু নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কোতোয়ালীর ৩৬নং ওয়ার্ড সভাপতি।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় কোতোয়ালীর তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

কোতোয়ালী থানা সূত্রে জানায়, তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ০৫ আগস্ট কোতোয়ালী থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সাথে অংশগ্রহণ করে ভিকটিম মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় সুজনসহ আরও অনেকে হতাহত হন। সুজন বাদী হয়ে গত ০৩ নভেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তপু নন্দীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএস