images

রাজনীতি

খালেদার লন্ডন সফরে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে এবং তার টিমকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, তিনি (বেগম খালেদা জিয়া) চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে। এটা আমার করব।

তৌহিদ হোসেন বলেন, ওখানে (যুক্তরাজ্যে) যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

আরও পড়ুন

৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সঙ্গে যাচ্ছেন যারা

এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিসহ লন্ডন যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. শাহাবুদ্দিন, ডা. আরেফিন, ডা. নূর উদ্দিন, ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. মামুন।

জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে লং ডিসেটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে। সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।

জেবি