images

রাজনীতি

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব জামায়াতের, রাখা যাবে না আবেদন ফি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে আন্দোলন যখন তুঙ্গে তখন জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে একইমত দেওয়া হয়েছে। চাকরি প্রত্যাশীরা ৩৫ বছর করার কথা বলছে। জামায়াতও দুই বছরের জন্য ৩৫ বছর পর্যন্ত চাকরিতে আবেদন করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে জামায়াতের আমির এই প্রস্তাব তুলে ধরেন।

জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়েছে, সরকারি চাকরিতে নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি রাখা যাবে না। সেই সঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী ২ বছর ৩৫, এরপর থেকে ৩৩ বছর করার প্রস্তাব করা হয়। আর অবসরের বয়স ৬২ করার প্রস্তাব করা হয়।

jamaat

জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবে একজন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না এমন বিধান তৈরির পাশাপাশি রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরা হয়।

জামায়াতে ইসলামীর আমির জানিয়েছেন, এই ১০ প্রস্তাব শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। নির্বাচিত কোনো সরকারের জন্য নয়। এই সরকারের কাছে আসলে মোট ৪১টি প্রস্তাব। তার ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাব আজ গণমাধ্যমে তুলে ধরা হয়েছে।

বিইউ/এএস