নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৪, ০১:০০ পিএম
পুলিশের জন্য স্বাধীন কমিশন গড়ে তোলার প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে এই প্রস্তাব তুলে ধরা হয়৷
পুলিশ বাহিনীতে জামায়াতে ইসলামী যে সংস্কারের প্রস্তাব করেছে, তার মধ্যে রয়েছে সংস্থাটির জন্য স্বাধীন কমিশন। একই সঙ্গে পুলিশে নিয়োগ, পদোন্নতি, বদলির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ও ব্যক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না।
আরও পড়ুন
এছাড়াও গত ১৫ বছরে যারা র্যাবে কাজ করছেন, তাদেরকে স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়৷
সরকারি চাকরিতে নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি না রাখার প্রস্তাব করেছে জামায়াত। সেই সঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আগামী ২ বছর ৩৫, এরপর থেকে ৩৩ বছর করার প্রস্তাব করা হয়। আর অবসরের বয়স ৬২ করার প্রস্তাব করা হয়।
এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখারও প্রস্তাব করেছে দলটি।
কারই/এমএইচএম