জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
সাবেক স্বৈরাচার সরকারের কর্মীরা কলকারখানায় হামলা চালিয়ে ক্ষতি করতে না পারে, সেজন্য এসব কলকারখানা বিএনপি নেতা-কর্মীদের পাহারা দিয়ে রাখার নির্দেশ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল আয়োজিত পৌরসভার পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।
ডা. জাহিদ বলেন, যেমনটি সংখ্যালঘুদের পাহারা দিয়ে রেখেছিলেন, একইভাবে কলকারখানাও পাহারা দিয়ে রাখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব ইহসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ার পার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও জেলা বিএনপি সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, এড. মো. স্বপনসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এএস