images

রাজনীতি

বিএনপি নেতা মীর নাসির আইসিইউতে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী মীর নাসির উদ্দীনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

শায়রুল কবির জানান, বিএনপি নেতা মীর নাসির উদ্দীনকে গত ১ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

শায়রুল কবির জানান, মীর নাসিরের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠন করলে মীর নাসির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের প্রভাবশালী এই নেতা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র।

বিইউ/জেবি