নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক।
সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২- এর চ্যাপ্টার ভিআইএ’র বিধান অনুযায়ী গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং ০৫১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তার নেতৃত্বে ২০২১ সালের অক্টোবরে গঠন করা হয় রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ।
একপর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তবে দল গঠনের দুই বছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধ দেখা দেয়।
২০২৩ সালের ১ জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তাঁর অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দুই পক্ষের সমঝোতার খবর পাওয়া গিয়েছিল।
এমআর