জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৪, ০৮:২৭ পিএম
নানা সময় আলোচনায় থাকলেও এতদিন দলে পদোন্নতি মেলেনি সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হওয়ার সুখবর পেলেন সাবেক এই সেনা কর্মকর্তা। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।
শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজেই তারেক রহমানের সঙ্গে টেলিফোন আলাপের কথা জানিয়েছেন হাফিজ উদ্দিন।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য করা হয়।
দলের স্থায়ী কমিটিতে স্থান পাওয়া হাফিজ উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গতকাল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন। তাকে একটা কথা বলেছি, যেদিন নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই।’
তারেক রহমানকে তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকব… কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না। এখনো কেউ এসব করতে পারবে না। বিএনপি এসবের বিরুদ্ধে।’
বিইউ/জেবি