জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দখল-ভাঙচুরের অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গণমাধ্যমে পুকুর ভরাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
অবশ্য কোন অভিযোগে পদ স্থগিত করা হলো তা দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জনগণের নামে লিখে দেওয়া বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ১০ কোটি টাকা মূল্যের পুকুর দখলের অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে। টানা চার রাত ট্রাক ভরে বালু এনে ভরাট করা হয় পুকুরটি।
দখল সম্পর্কে কিছুই জানেন না বলার পাশাপাশি ওই সম্পত্তি তাদের পৈতৃক বলে দাবি করেন তিনি। নিজস্ব সম্পত্তি হলেও পুকুর ভরাটের ক্ষেত্রে সরকারি যেসব আইন মানতে হয় তা মানা হয়েছে কি না জানতে চাইলে অবশ্য সদুত্তর দিতে পারেননি তিনি।
অবশ্য পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা বিলকিস জাহান শিরিন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘পুকুরটি আমার বাপ-দাদার সম্পত্তি। ওটার খাজনাও দিই আমরা। জনসাধারণের ব্যবহারের জন্য দান করার বিষয়টি সত্য নয়। তবে পুকুর ভরাটে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। ওই পুকুরসহ সংশ্লিষ্ট এলাকার জমির মালিক ২১ জন। তাদের কেউ হয়তো সেটি ভরাট করেছে। আমাকে বিতর্কিত করার জন্য কেউ এসব অপ-প্রচার চালাচ্ছে ।’
বিইউ/জেবি