জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম
প্রায় সাড়ে ছয় বছর পর দলের কোনো সমাবেশে বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করা সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘বীর সন্তানদের ধন্যবাদ জানাতে চাই, তারা অসম্ভবকে সম্ভব করেছে। এই তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে।’
বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
দেশবাসীর উদ্দেশে বেগম জিয়া বলেন, ‘প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা-শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।’
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০২০ সালে দেশে করোনা মহামারির শুরুতে নির্বাহী আদেশে তিনি কারাগার থেকে মুক্ত হলেও রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির এক আদেশে মুক্তি পান খালেদা জিয়া। অসুস্থ বিএনপি চেয়ারপারসন এখনো হাসপাতালেই রয়েছেন। সেখান থেকেই দিয়েছেন ভিডিও বার্তা।
বিইউ/জেবি