জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জুন ২০২৪, ১০:১২ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত ১৬৬ জন সরকারি ও সেনা কর্মকর্তা।
রোববার (৩০ জুন) এক বিবৃতিতে তারা এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
এতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার জানিয়ে আসছেন যে, তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন, তা দেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত যে সুযোগ-সুবিধা প্রয়োজন তা দেশে নেই। মেডিকেল বোর্ড আরও বলেছেন যে, তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল ও সংকটাপন্ন। তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। ফলে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশের উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের মতো সাংবিধানিক অধিকার অনুসারে তারও বিদেশে যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
তারা বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটপূর্ণ শারীরিক অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগকে রাজনৈতিক ঘেরাটোপে বন্দি না রেখে এবং তার চিকিৎসার আবেদনকে আইনের দোহাই দিয়ে প্রত্যাখ্যান না করে সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তার জীবনমৃত্যুর এই জটিল সন্ধিক্ষণে সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনায় নিয়ে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিবৃতি প্রদানকারী কর্মকর্তাদের নাম—
ক্রমিক নাম
১. এ এস এম আব্দুল হালিম
২. মো. আবদুল কাউয়ুম
৩. মো. ইসমাইল জবিউল্লাহ
৪. সৈয়দ সুজাউদ্দিন আহমেদ
৫. মো. আব্দুর রশীদ সরকার
৬. ইকতেদার আহমেদ
৭. কর্ণেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়া
৮. প্রফেসর ডা. এ জেড এম জাহীদ হোসেন
৯. বিজন কান্তি সরকার
১০. এ কে এম জাহাঙ্গীর
১১. এ বি এম আব্দুস সাত্তার
১২. মকসুমুল হাকিম চৌধুরী
১৩. তপন চন্দ্র মজুমদার
১৪. আখতার আহমেদ
১৫. মো. আবদুজ জাহের
১৬. আফতাব হাসান
১৭. মো. আবদুল বারী
১৮. এস এম শমসের জাকারিয়া
১৯. মুন্সি আলাউদ্দিন আল আজাদ
২০. এ এইচ এম মোস্তাইন বিল্লাহ
২১. ড. মো. আব্দুস সবুর
২২. ড. মোহাম্মদ জকরিয়া
২৩. মো. আতাউল হক মোল্লা
২৪. ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
২৫. এম এম সুলতান মাহমুদ
২৬. মো. আব্দুল খালেক
২৭. বশীর উদ্দীন আহমেদ
২৮. মো. নবীউল হক মোল্যা
২৯. মো. ফিরোজ খান নুন
৩০. শেখ মো. সাজ্জাদ আলী
৩১. মো. মেজবাহুন্নবী
৩২. মো. মনসুর আলম
৩৩. বাহারুল আলম
৩৪. মোহাম্মদ মাজেদুল হক
৩৫. মো. ওয়াছিম জাব্বার
৩৬. এ কে এম মাহফুজুল হক
৩৭. কাজী মেরাজ হোসেন
৩৮. কাজী ইমদাদুল হক
৩৯. মো. কামরুজ্জামান চৌধুরী
৪০. মো. শেফাউল করিম
৪১. মো. খান সাইদ হাসান
৪২. মো. বকতিয়ার আলম
৪৩. মোহাম্মদ মসিউর রহমান
৪৪. আব্দুর রহিম মোল্লা
৪৫. শহীনুল ইসলাম
৪৬. মো. এমদাদুল হক
৪৭. মো. জামাল হোসেন মজুমদার
৪৮. মো. শফিক আনোয়ার
৪৯. জগন্নাথ দাস খোকন
৫০. মো. আব্দুল মান্নান
৫১. মো. আফতাব আলী
৫২. খন্দকার মো. মোখলেছুর রহমান
৫৩. মো. তৌহিদুর রহমান
৫৪. মো. আব্দুল্লাহ্—আল—বাকী
৫৫. মো. ফেরদৌস আলম
৫৬. মোহা. আবুল কালাম আজাদ
৫৭. মো. ফজলুল করিম
৫৮. মো. আবু তালেব
৫৯. মো. আমিনুল ইসলাম
৬০. এ বি এম সিরাজুল হক
৬১. ড. মো. ফেরদৌস হোসেন
৬২. মো. গিয়াস উদ্দিন মোগল
৬৩. মো. আফজল হোসেন
৬৪. মো. জাকির হোসেন কামাল
৬৫. মঞ্জুর মোর্শেদ চৌধুরী
৬৬. সৈয়দ লোকমান আহমেদ
৬৭. মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী
৬৮. ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া
৬৯. মো. আব্দুল্লাহ আল মাহমুদ
৭০. মো. ইলিয়াস
৭১. মো. ওবায়দুর রহমান খান
৭২. মো. সামসুল আলম
৭৩. মোহাম্মদ শোয়েব আহম্মদ
৭৪. তপন কুমার সাহা
৭৫. মো. আব্দুল মতিন
৭৬. মো. আব্দুল মান্নান পিপিএম
৭৭. কাজী মোরতাজ আহমেদ
৭৮. জাহাঙ্গীর হোসেন চৌধুরী
৭৯. এস এম মনিরুল ইসলাম
৮০. এম আকবর আলী
৮১. এ. কে এম ইহসানুল হক
৮২. ড. মো. সুরাতুজ্জামান
৮৩. মো. দেলোয়ার হোসেন মিঞা
৮৪. শেখ ওমর ফারুক
৮৫. এম মাহবুব আলম
৮৬. মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী
৮৭. মো. তাজুল ইসলাম মিয়া
৮৮. মো. আব্দুর রহিম
৮৯. মো. আলী হোসেন ফকির
৯০. আলী আকবর খান
৯১. ড. মো. নাজমুল করিম খান
৯২. এ্যাড. নূরুল ইসলাম জাহিদ
৯৩. তারেকুল ইসলাম (মঈন)
৯৪. গাজী মোহাম্মদ ইব্রাহীম
৯৫. মো. হুমায়ুন কবির
৯৬. মো. আবুল কালাম আজাদ
৯৭. মো. আজিজুল ইসলাম
৯৮. ডা. জনাব এ কে এম মহিউদ্দিন ভূইয়া
৯৯. মোহাম্মদ হুমায়ুন কবীর
১০০. মাহফুজুল ইসলাম
১০১. কৃষিবিদ কাজী জাহাঙ্গীর কবির
১০২. জালাল উদ্দিন আহমেদ
১০৩. গোলাম মরতোজা
১০৪. ড. মো. জিয়াউল ইসলাম মুন্না
১০৫. মো. জাহিদুল ইসলাম সুমন
১০৬. মো. রকিব উদ্দিন
১০৭. মো. জাকির হোসেন জামাল
১০৮. মো. শরিফুল ইসলাম
১০৯. কামরুল হোসেন
১১০. মিসেস মাহফুজা আক্তার
১১১. মো. সাইফুল ইসলাম
১১২. মো. সফিউল আহাদ সরদার
১১৩. মাহবুব আল জাহান (লিটন)
১১৪. মনিরুজ্জামান খান
১১৫. সায়িদ আহমদ (সাইক্লোন)
১১৬. মোহাম্মদ নাছির খান
১১৭. মোহাম্মদ হারুন আর রশিদ
১১৮. মো. ওয়ালিদ হোসেন
১১৯. মো. আলমগীর আলম
১২০. মো. মহিবুল হক
১২১. তালুকদার সামছুর রহমান
১২২. মো. গোলাম মোস্তফা
১২৩. মো. আব্দুল আলিম
১২৪. মো. শাহবুদ্দীন
১২৫. সৈয়দ মোহাম্মদ হোসাইন
১২৬. প্রকৌশলী মো. হানিফ
১২৭. কে এম তৌহিদুল ইসলাম
১২৮. এম মোরশেদুল করিম
১২৯. মো. ফজলুল হক
১৩০. এস এম কামাল হোসেন
১৩১. অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া
১৩২. মো. আলিউর রেজা
১৩৩. মো. আখতারুল আলম
১৩৪. এ এম সাইফুল হাসান
১৩৫. মো. মহব্বত হোসেন
১৩৬. মো. আজহারুল ইসলাম
১৩৭. এ কে এম মাসুদুল আলম
১৩৮. এ জি এম মীর মশিউর আলম
১৩৯. আনসার উদ্দিন খান পাঠান
১৪০. মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী
১৪১. মোহাম্মদ রাশেদ ইকবাল
১৪২. মো. রায়হান ইবনে রহমান
১৪৩. মো. আবদুল হালিম মিঞা
১৪৪. মো. মনিরুল ইসলাম
১৪৫. মো. গাউস—উল—আজম চৌধুরী
১৪৬. বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ নুরুল ইসলাম
১৪৭. মোহা. ফজলুর রহমান
১৪৮. মো. মাহবুব উল আলম
১৪৯. এ কে এম ফজলুজ্জোহা
১৫০. মহিউদ্দন আহমেদ
১৫১. মো. আব্দুর রহমান খান
১৫২. মো. আব্দুল হাই
১৫৩. মুহাম্মদ সামসুল আলম
১৫৪. মো. মোজাহার হোসেন
১৫৫. আবুল কাসেম মো. বোরহানউদ্দীন
১৫৬. মোহাম্মদ মাহফুজুর রহমান ভূইয়া
১৫৭. আমিনুল ইসলাম
১৫৮. দিলদার আহমেদ
১৫৯. মো. ছগির হোসাইন
১৬০. মো. আমিনুল হক
১৬১. মুহাম্মদ ইউনুস হাসান
১৬২. গোলাম মোস্তফা সরকার
১৬৩. প্রফেসর সেখ মোস্তাহিদুন আলম
১৬৪. প্রফেসর মো. আ. মান্নান সরকার
১৬৫. জিন্নাতুল ফেরদৌস আরা
১৬৬. মীর শাহ আলম
বিইউ/এমএইচটি