images

রাজনীতি

খ্রিষ্টান রাষ্ট্র বানানো নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি

নিজস্ব প্রতিবেদক

২৪ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

পূর্ব তিমুরের মতো বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে স্বতন্ত্র খ্রিষ্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এটাকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

গতকাল ১৪ দলের সভায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে দুদু বলেন, ‘সরকার বিপদে আছে। এতটাই বিপদে, গতকাল দখলদার প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গ এনে যে কথা বলেছেন। এটা মারাত্মক কথা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’

দুদু বলেন, ‘সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন। ইতোমধ্যে দেশের রাস্তা-ঘাট-বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি (শেখ হাসিনা) নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু দিয়েছেন- যা তারা ভুলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন?’

আরও পড়ুন

সরকার বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে: ফখরুল

সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই: সালাম

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আজ সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে’-এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ, এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি- থাকবে না, সেটা দেখা দিয়েছে।’

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি, আপনি বিপদে আছেন। খুনি, দুশ্চরিত্র, স্বর্ণ চোরাচালানি- এমন কোনো অপরাধ নেই, যা শেষ করা যাবে না বলে; তাকে (আনোয়ারুল আজীম আনার) খণ্ড খণ্ড করা না লাশ। ডিবির প্রধান হারুন সাহেব (হারুন অর রশীদ) বলেছেন, তার হাড় থেকে মাংস ছুটিয়ে নেওয়া হয়েছে। সে আপনার পার্লামেন্টের সদস্য মিস্টার আনার। এসব দুর্নীতিগ্রস্ত আজিজ আহমেদ, বেনজীর আহমেদ আর দুশ্চরিত্র, লম্পট যদি জাতীয় সংসদের সদস্য হয়; আর সেই সরকারের প্রধানমন্ত্রী যদি আপনি (শেখ হাসিনা) হন, আপনার দল (আওয়ামী লীগ) হয়, তাহলে আর কী বাকি থাকতে পারে?’

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এদেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে জেলখানায় বন্দি রেখেছে, তাদের আগামী দিনে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদের এই দেশের ব্যাংকগুলো লোপাট করে নেওয়ার প্রশ্নে, দুর্নীতির করাল গ্রাসে দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে জনতার আদালতে দাঁড়াতে হবে।’

জেবি