নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৪, ০৪:৪৬ পিএম
চিকিৎসা করাতে প্রতিবেশী দেশ ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে যাওয়ার পর গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।
সংসদ সদস্যের খোঁজ নিতে শনিবার ভারতে গেছেন তার ভাতিজা সাইমনসহ তিনজন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ সাংবাদিকদের জানান, গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা চিকিৎসার জন্য ভারত যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় বন্ধু গোপালের বাসাতে ওঠেন। ১৩ মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় আনারের। পরদিন ১৪ মে একবার কথা হওয়ার পর তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না।
আনোয়ারুল আজিম আনার নিখোঁজ থাকার বিষয়টি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান আব্দুর রউফ।
এদিকে রোববার (১৯ মে) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। জানা গেছে, আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানাতে তিনি এখানে আসেন।
আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসন থেকে টানা তিনবার নৌকা প্রতীকে বিজয়ী হয়ে আসছেন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জেবি