images

রাজনীতি / সারাদেশ

হারিছকে ঠেকাতে মনিরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মেরী

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৪, ০৭:১৭ পিএম

images

বরিশাল জেলার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে আলোচিত গৌরনদী উপজেলা। এখানে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে এক চেয়ারম্যান প্রার্থী আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে।

শুক্রবার (১৭ মে) সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের প্রতি সমর্থন জানান সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী সৈয়দা মনিরুন্নাহার মেরী। একই সঙ্গে মেরীকে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক করা হয়। এ কারণে গৌরনদী উপজেলায় ভোটের মাঠে নতুন সমীকরণ দেখা যাবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

গৌরনদী পৌরসভার মেয়র পদ ছেড়ে আসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে ঠেকাতে নিজের অবস্থান থেকে সড়ে দাঁড়িয়েছেন মনিরুন্নাহার মেরী। তারপরও হারিছুর রহমান অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন।

আরও পড়ুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্রার্থীকে জরিমানা

নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পর থেকেই পাল্টা পাল্টি অবস্থানে উত্তপ্ত ছিল গৌরনদী উপজেলা। বিশেষ করে বরিশাল ১ আসনের অর্ন্তগত এই উপজেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ি। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে, হেভিওয়েট এই নেতার সবুজ সংকেতে মেয়র পদ ছেড়ে উপজেলা পরিষদ নির্বাচনে আসেন হারিছুর রহমান।

বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী ও হারিছুর রহমানের ভাই হাবিবুর রহমান একট্টা হয়ে হারিছকে ঠেকাতে নির্বাচনের ঘোষণা দেন। কিন্তু মনোনয়ন বাছাই পর্বে প্রার্থিতা বাতিল হয়ে যায় হাবিবুর রহমানের।

আরও পড়ুন

ঈশ্বরদীতে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

পরে মনিরুন্নাহার মেরী ও মনির হোসেন টিকে থাকলেও হারিছুর রহমানের বিরুদ্ধে কে লড়াই করবেন তার সিদ্ধান্ত আসতে পারেনি। তবে শুক্রবারের সিদ্ধান্তে উপজেলার ভোটে মাঠে নতুন সমীকরণ শুরু হয়েছে।

barishal--

গৌরনদী উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী বলেন, আমরা যে তিনজন প্রার্থী একত্র হয়ে নির্বাচনের কথা বলেছিলাম, সেখানে সবার মত ছিল শেষ পর্যন্ত মাঠে একজন থাকবে। এর মধ্যে হাবিবুর রহমানের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়ে গেছে। আর এখন আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তাই সব মিলিয়ে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মনির হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়েছি।

সৈয়দা মনিরুন নাহার মেরীর পূর্ণ সমর্থন পেয়ে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মনির হোসেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকলে আমার জয়ের বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা শঙ্কা রয়েছে। আমার পক্ষে যারা প্রচারণায় নামছে তাদের এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে, বাধা-বিপত্তি সৃষ্টি করছে।

আরও পড়ুন

‘গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছে আ.লীগ’

যদিও এসব অভিযোগ মানতে নারাজ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের অনুসারী নেতাকর্মী ও সমর্থকরা।

গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, কে কাকে সমর্থন দিয়েছে তা নিয়ে আমরা কিংবা আমাদের প্রার্থী উদ্বিগ্ন নয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই আমরা জেনেছি। মূল বিষয় হলো আমাদের প্রার্থী হারিছুর রহমানের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে অনেকে নামলেও সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এগিয়ে আছেন। একজন প্রার্থী থাকলে আমাদের আরো সুবিধা হবে জয়ের বিষয়ে। তিনি আরও বলেন, হারিছুর রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে আর সেটা ফলাফলই বলে দিবে।

আরও পড়ুন

হকিস্টিক দিয়ে সমর্থকের মাথা ফাটাল প্রতিপক্ষ

উল্লেখ্য, ২৯ মে তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি/এসএস