images

রাজনীতি

বিএনপিতে বহিষ্কারের মিছিল, ভোটে গিয়ে সব হারালেন ৫২ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

বিএনপিতে বহিষ্কারের মিছিল শুরু হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া নেতাদের একের পর এক বহিষ্কার করছে দলটি। আগামী ২৯ অনুষ্ঠিতব্য তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নিতে যাওয়া ৫২ জনকে দল থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর।

বুধবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এই দফায় সর্বমোট চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

তৃণমূলের মোট ৫২ নেতাকে বহিষ্কার করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিইউ