images

রাজনীতি

আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভা আগামীকাল শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন

আ.লীগ কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না: কাদের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেবি