নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (০১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি এ দেশে নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচন। এ নির্বাচন বাঙালি জাতির নির্বাচন।
তিনি বলেন, কাজেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যাদেরকে মনোনয়ন দিয়েছেন, আপনাদের খেদমত করার জন্য, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে নানক বলেন, তারেক রহমান তুমি জেনো রাখো, বাংলাদেশের নির্বাচন তুমি বন্ধ করতে পারবা না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আমার ভোটার ভাই-বোনরা ভোট কেন্দ্রে আসুন। ভোট দিন। ভোট দিয়ে আপনার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।
এ সময় তিনি ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি।
তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করতে হলে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে, নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চম বারের মতো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। এটাই হোক আমাদের শপথ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কারই/এএস