images

রাজনীতি

২০০৯ সালের আগে বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল না: কাদের

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ এএম

২০০৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২০০৯ সালের আগে নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাব অডিনেট অফিস। সেই কমিশনকে আজকে পার্লামেন্টে আইন করে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। 

 

আরও পড়ুন

 

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাই প্রথম স্বাধীন নির্বাচন কমিশন কন্ডাক্ট করার সুযোগ করে দিয়েছেন। যে কারণে আজকে স্বাধীন নির্বাচন কমিশন কাজ করছে। আর সরকার তার রুটিন ওয়ার্ক করছে। মেজর কোনো পলিসি ডিসিশান সরকার এখন নিতে পারে না। সব বিষয় এমনকি আইনশৃঙ্খলার বিষয়টিও নির্বাচন কমিশনের অধীনে। ‘ঠুঠু জগন্নাথ’ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না।  

 

তিনি বলেন, কঙ্গোর মতো দেশও প্রতি বছর গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়, কিন্তু আমরা পাই না। যাক এসব অপ্রিয় কথা আর বলতে চাই না। অনেক কিছু হয়ে গেছে। আমরা সুদিনের প্রত্যাশায় আছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও আমরা দেখেছি বারে বারে। এসব ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলা করেই আমরা আমাদের লাল সবুজের পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে আবারও বিজয়ের বন্দরে পৌঁছাব। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। 

এইউ