জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে সুলতান সালাউদ্দিন টুকুকে জড়িয়ে পুলিশের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির নেতাদের দাবি, তাদের সভাপতি টুকুকে নিয়ে পুলিশের পক্ষ থেকে দুর্বল স্ক্রিপ্ট উপস্থাপন করা হয়েছে। এটি পুলিশের দুরভিসন্ধিমূলক ও কল্পিত নির্দেশনায় নাটক বলেও মনে করে যুবদল।
সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এমন দাবি করেন।
এই নেতা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াইয়ে যুব সমাজের প্রধান সেনাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না। দেশের যুব সমাজ আজ নেতৃত্ব হাতে তুলে নিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে।’
এর আগে সোমবার সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান দাবি করেন, গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার যে ঘটনা ঘটেছিল তার মূলে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। তিনি যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর কাছ থেকে রেললাইন কাটার নির্দেশনা পান।
মিল্টন বলেন, ‘গত ২৮ অক্টোবর স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী একতরফা নির্বাচন বাস্তবায়নের জন্য লাখ লাখ মানুষের সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করে যে রাম রাজত্ব কায়েম করেছিল, তা আজও অব্যাহত আছে। সারা বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবরদস্তিমূলক একতরফা একটি ডামি নির্বাচনে করে যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে তারা দেশটাকে যুদ্ধাবস্থায় নিয়ে যেতে চায়। তারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।’
যুবদল নেতা বলেন, ‘আজ ভারতীয় দালাল চক্র বীরদর্পে বলে- ‘আমাকে ভারত মনোনয়ন দিয়েছে।’ আর ভারতীয় দালাল বিশ্ব লুটেরা সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, প্রতিবাদেরও সাহস পায় না।’
মিল্টন বলেন, ‘নেতাকর্মীদের আটক করে, গুম করে, নির্যাতন চালিয়ে, শেখানো বুলি দিয়ে স্বীকারোক্তি আদায় করে যারা মনে করছেন পার পেয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের পৃথিবী ছোট হয়ে গেছে। সাবধান হন, ষড়যন্ত্র বন্ধ করেন। অন্যথায় মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হতেই হবে।’
বিইউ/জেবি