নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগ কর্মসূচিতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার কিছু পর রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি ও মো. সৌরভ। তারা সবাই ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, 'নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি।'
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এতে যোগ দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ ক্ষমতাসীন দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে টাউন হল এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। এতে চারজন আহত হন।
জানা গেছে, সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষের একটি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলের। অপরপক্ষ একই কমিটির সহ-সভাপতি মো. সাজ্জাদের।
গণসংযোগে সংঘর্ষ শুরু হলে অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারই/এমআর