জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম
সরকারের পদত্যাগ, অবরোধ ও অসহযোগ আন্দোলন সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় নেতাকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ শিক্ষাবিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম ইমাম, সহ-কৃষিবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, কেন্দ্রীয় সদস্য তুহিন সরকার, মোবারক মিতুল, ঢাকা মহানগর উত্তরের সহ-দফতর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মোল্লা, ইমরুল কায়েস, জমির উদ্দিন শেখ, সাইদুর রহমান সাইফ, ফয়জুল্লাহ মহাজন প্রমুখ।
মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিইউ/এমআর