images

রাজনীতি

রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।

শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ট্রেড ইউনিয়নের নামে প্রতারণা করছে সরকার। এই প্রতারণার হাত থেকে ট্রেড ইউনিয়নকে বাঁচাতে হবে।

আরও পড়ুন

ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা যে আন্দোলন করছি, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই শান্তিপূর্ণ আন্দোলন করছি।

আলোচনা সভায় সম্মিলিত শ্রমিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচএম