images

রাজনীতি

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে: নানক

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অভিমত ব্যক্ত করেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে।

ভোটের মাঠে সহিংসতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আবেদন জানাবো, সবাইকে অত্যান্ত শান্তিপূর্ণ - সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য।

 

আরও পড়ুন

তিনি জানান, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

নানক বলেন, ঢাকা-১৩ আসনের জনগণ অতীতের মতো এবারো আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে এই বিশ্বাস আছে।

এদিন সকালে ২০টির বেশি ছোট ট্রাক ও ৫টির বেশি প্রাইট গাড়ি বহরসহ অনুসারীদের সঙ্গে নিয়ে ব্যান্ড পার্টিসহ ঢাক-ঢোল, বাঁশি বাজিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন নানক।

গাড়ি বহর নিয়ে তার নির্বাচনী এলাকা ঘুরছেন নানক। এ সময় তিনি এই লিফলেট বিতরণ করে রাস্তার দুই পাশের জনগণের কাছে ভোট চান নবম ও দশম সংসদে ঢাকা-১৩ আসনের এই প্রতিনিধি।

কারই/এইউ