images

রাজনীতি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচন কমিশনের আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন

মনোনয়ন ফরম নিলেন বিএনপির সাবেক এমপি

এর আগে ঋণ খেলাপির অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। গত রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাইয়ে আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

হলফনামায় মামলার তথ্য গোপন ও ব্যাংক ঋণের চারটি তথ্যের মধ্যে একটি উল্লেখ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

এমআর