images

রাজনীতি / সারাদেশ

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বদল

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম

ঝালকাঠি-১ আসনে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে মুহাম্মদ শাহজাহান ওমরকে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

নৌকা প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা শাহজাহান ওমর

তিনি জানান, আসনটিতে মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকার প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়েছে। 

এর আগে, ২৯৮ আসনে নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণাকালে এ আসনে বজলুল হক হারুণকে মনোনীত করা হয়েছিল।

কারই/এমএইচএম