images

রাজনীতি

রামপুরায় অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল বাতিল এবং ৮ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড অভিমুখে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে আরও ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক সামস সুজন, নাসরিন রহমান পপি।

 

আরও পড়ুন

বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে রাজপথ অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার,বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খান, মো. সাইফ উল্লাহ সাইফ, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম প্রমুখ।

বিইউ/এমআর