images

রাজনীতি

নৌকা নিয়ে লড়বেন ২৪ নারী

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ২৪ জন নারী রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ এসব নারীর বেশির ভাগই একাধিকবারের সংসদ সদস্য।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

২৯৮ জনের তালিকায় দেখা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ২৪ জন নারী প্রার্থীর নাম রয়েছে।

প্রার্থী তালিকায় উঠে আসা নেত্রীদের মধ্যে প্রবীণ নেত্রীরা যেমন আছেন, একই সঙ্গে প্রথমবার কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এমন নেত্রীও রয়েছেন।

নৌকা প্রতীকে লড়বেন যে ২৪ নারী

১. গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা

২. রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী

৩. গাইবান্ধা-১ আফরোজা বারী

৪. গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি

৫. গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি

৬. বগুড়া-১ সাহাদারা মান্নান

৭. সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী

৮. বাগেরহাট-৩ হাবিবুন্নাহার

৯. বরগুনা-২ সুলতানা নাদিরা

১০. বরিশাল-৪ ড. শাম্মী আহমেদ

১১. শেরপুর-২ মতিয়া চৌধুরী

১২. ময়মনসিংহ-৩ নিলুফার আঞ্জুম

১৩. কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর

১৪. মানিকগঞ্জ-২ মমতাজ বেগম

১৫. মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন

১৬. ঢাকা-৪ সানজিদা খানম

১৭. গাজীপুর-৩ রোমানা আলী

১৮. গাজীপুর-৪ সিমির হোসেন রিমি

১৯. গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি

২০. কুমিল্লা-২ সেলিমা আহমাদ

২১. চাঁদপুর-৩ ড. দীপু মনি

২২. লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী

২৩. চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার

২৪. কক্সবাজার-৪ শাহিন আক্তার

কারই/জেবি