images

রাজনীতি

হাজী সেলিম পরিবারেই রইল ঢাকা-৭ আসনের নৌকার ভার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

ঢাকার ২০টি আসনের মধ্যে বেশি আলোচনা ছিল ঢাকা-৭ আসন নিয়ে। কারণ আসনটির আলোচিত সংসদ সদস্য হাজী সেলিম শারীরিক অসুস্থতার কারণে গত সংসদে বক্তব্য দিতে পারেননি। তবে নৌকা যেন হাতছাড়া না হয় সে কারণে এবার দুই ছেলেসহ তিনটি মনোনয়ন কিনেছিলেন এই সংসদ সদস্য। এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনও। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়নের জন্য হাজী সেলিমের পরিবারের হাতেই দেওয়া হয় নৌকার ভার। সেলিমের বড় ছেলে সোলায়মান সেলিম পেয়েছেন দলীয় মনোনয়ন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন

২ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ

ঢাকা-৭ আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন সোলাইমানের বাবা হাজী সেলিম। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ তে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন তিনি।

ঢাকা-৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতোয়ালির একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত।

বিইউ/এমআর