জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
দলের ভেতরে বাইরে নানা কারণে আলোচনায় থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র। পরে দল থেকে তাকে ঢাকা-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। অন্যদিকে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেণ্ডারিয়ার পুরোটা এবং কোতোয়ালি ও বংশালের একাংশ নিয়ে ঢাকা-৬ আসন গঠিত। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনটি দেড়ে দেয় তাদের মহাজোট শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদকে। তিনি দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে ভোট করে সংসদ সংদস্য নির্বাচিত হন।
বিইউ/এমআর