জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ০৭:৫২ এএম
গত ২৮ অক্টোবর একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ যোগ দিতে এসেছিলেন গোলাপুর রহমান। কিন্তু কর্মসূচির একদিন আগে নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে থাকা চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানার ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাপুর রহমান মারা গেছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
গোলাপুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিএনপি নেতা শামীমের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার একথা জানিয়েছেন।
দিদার জানান, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের আগেরদিন রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিইউ/এএস