images

রাজনীতি

বিরোধী দল হওয়ার অবস্থাও নেই বিএনপির: পরশ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির রাজনীতির দিন শেষ। তারা বিরোধী দল হওয়ার অবস্থায়ও নেই।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’ করণীয় শীর্ষক কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন (ইসি) কৃতিত্বের দাবিদার। এটা একটা সাহসিকতার প্রকাশ। স্বাধীনভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা ভয় পাই না। তবে শেখ হাসিনাকে সামনে ক্ষমতায় আনতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। কারণ বিএনপি ইঁদুরের গর্তে ঢুকেছে। সেখান থেকেই বাসে আগুন দিচ্ছে তারা।

আরও পড়ুন 

তৃণমূল থেকে মত নিয়ে প্রার্থী দেবে আওয়ামী লীগ: শেখ হাসিনা

তিনি বলেন, বিএনপি অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তারা বলেছিল একদফা, তাহলে আবার কেন সংলাপের কথা? খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়।

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিদেশি প্রভুরা উসকে দিয়েছে বিএনপি-জামায়াতকে। আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

বিএনপি আত্মগোপনে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য। আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে তারা।

এমএইচএম