images

রাজনীতি / জাতীয়

নয়াপল্টনে চেয়ারে পড়ে আছে ইসির চিঠি, সাক্ষী হলেন পথচারী

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে অবহিত করতে আয়োজিত সভায় বিএনপির প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে এবং মহাসচিব কারাগারে থাকায় তাদের কাছে সভার আমন্ত্রণপত্র পৌঁছানো সম্ভব হয়নি। তাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাতেই পাঠানো চিঠি নিয়ে যান ইসির প্রতিনিধি। কিন্তু গত শনিবার থেকে এখন পর্যন্ত কার্যালয় তালাবদ্ধ থাকায় গেটের ভেতরে থাকা চেয়ারে চিঠিটি রেখে দিয়েছেন ইসির বার্তাবাহক।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় একজন পথচারীকে সাক্ষী করে চিঠিটি রেখে যাওয়া হয়েছে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের গেটের ভেতরে।

এর আগে বেলা ১১টার দিকে চিঠি দিতে গিয়ে কার্যালয় তালাবদ্ধ দেখে ফিরে যান ইসির প্রতিনিধি।

Election-Commission1

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। পরে বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় কাউকে না পেয়ে পথচারীকে সামনে পেয়ে (নাম: নাজিম, পিতা: শামসুল হক, গ্রাম: কুসুমবাগ, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা) তাকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠি রেখে যান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

আরও পড়ুন

নতুন ভোটার হলেন ৫ লাখ ৪০ হাজার

এ উপলক্ষে দেওয়া চিঠিতে ইসি বলেছে, সংসদের মেয়াদ পূর্তির কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ অক্টোবর থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে।

 

Election-Commission2

অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন। এছাড়াও নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

চিঠিতে রাজনৈতিক দলগুলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুইজন উপযুক্ত প্রতিনিধিকে আলোচনা অনুষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসি।

বিইউ/আইএইচ