images

রাজনীতি

‘উদ্বেগের’ হরতাল কড়া প্রহরায় শেষ

বোরহান উদ্দিন

২৯ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম

• মিছিলে কর্মীরা থাকলেও দেখা যায়নি বড় নেতাদের
• ঘুরে ঘুরে মিছিল করেছেন রিজভী
• যানবাহনে আগুন, বাসের মধ্যে চির ঘুমে হেলপার
• নয়াপল্টন ঘিরে ছিল কড়া প্রহরা
• গণপরিবহন সংকটে দুর্ভোগ ছিল চরমে 

তিন বছর আটমাস পর হরতাল পালিত হলো সারাদেশে। বিএনপির হরতাল ডাকার পর থেকে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ঢাকায় কর্মসূচিকে কেন্দ্র করে তেমন উত্তাপ ছিল না। হরতালের প্রভাবে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষ। দূরপাল্লার বাস ছাড়েনি ঢাকা থেকে। ব্যবসা প্রতিষ্ঠান দুপুর অবধি অনেক জায়গায় কম খোলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। তবে বিকেলের আগে স্বাভাবিক হয়নি গণপরিবহন চলাচল। অন্যদিকে সহিংসতা ঠেকাতে রাজধানীজুড়ে র‌্যাব, পুলিশ, বিজিবির কড়া প্রহরা ছিল। তবে সবচেয়ে বেশি ছিল ফাঁকা নয়াপল্টনে।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে শনিবারের সংঘর্ষ এবং রোববারের হরতালের দুই দিনে সারাদেশে ৪৫টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে অর্ধেকই ঘটেছে রাজধানীতে। উদ্বেগ-উৎকণ্ঠার এ সময়ে ৩৭টি যানবাহন পুড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। ডেমরায় অছিম পরিবহনে দেওয়া আগুনে ঘুমের মধ্যেই প্রাণ গেছে হেলপারের।

এরআগে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

সকাল ছয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা হরতালে ঢাকার বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও রাজধানীতে হরতালকে কেন্দ্র করে ঝটিকা মিছিল ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের তৎপরতা ছিল না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী, ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল ইসলাম ছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের উল্লেখযোগ্য কোনো নেতাকে এসব মিছিলে দেখা যায়নি।

এদের মধ্যে রিজভী আহমেদ একাধিক জায়গায় ঘুরে ঘুরে ঝটিকা মিছিলে শরিক হয়েছেন।
অন্যদিকে অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের মিছিলে সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ১নং সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করেছে।

অবশ্য হরতালের দিন দুপুরে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করলেও রাজধানীতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মোহাম্মদপুরে এক যুবদল নেতাকে সরকারি দলের লোকজন ছাদ ফেলে হত্যা করেছে এমন অভিযোগ করা হলেও পুলিশ বলেছে ভিন্ন কথা।

কতদিন পর হরতালে ফেরা

বিএনপি সবশেষ হরতাল করেছিল ২০২০ সালের ২ ফেব্রুয়ারি। তখন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওই হরতাল ডেকেছিল বিএনপি। সেই হরতাল নিয়েও অনেক আলোচনা হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। কারণ দলটি সেবারও দীর্ঘ সময় পর হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল।

তখন তিন বছর ১০ মাস ১১ দিন পর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল দলটি। তার আগে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সবশেষ হরতাল দিয়েছিল বিএনপি।

bnp1

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি। ওই হরতাল-অবরোধ ও আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয়। একের পর বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনায় বহু মানুষ হতাহত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সরকার এসব ঘটনার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করলেও তারা অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো সরকারকেই এর জন্য দায়ী করে আসছে।

তখন হরতাল অবরোধ চলতে চলতে পরিস্থিতি নিজ থেকেই এক পর্যায়ে স্বাভাবিক হয়ে এলে বিএনপি শেষ পর্যন্ত নিজেরাই সেই কর্মসূচি স্থগিত করে। ২০১৫ সালের এপ্রিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতাল-অবরোধ কর্মসূচির অবসান ঘটান।

সেদিনের পর থেকে বিভিন্ন দল ও সংগঠনের হরতাল কর্মসূচিতে বিএনপি সরাসরি সমর্থন দিলেও তারা নিজেরা প্রায় চার বছর কোনো হরতালের ডাক দেয়।

হরতাল শেষে অবরোধের ডাক

এদিকে হরতালের পর নতুন কর্মসূচি হিসেবে তিন দিনের অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি, আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে ‘সর্বাত্মক অবরোধ’ পালন করবে সরকার হটানোর এক দফা আন্দোলনে থাকা দলটি।

নতুন কর্মসূচি ঘোষণা করে রোববার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

মহাসচিব গ্রেফতার, নেতাদের বাসায় বাসায় পুলিশের হানা

এদিকে হরতালের আহ্বান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গোয়েন্দা পুলিশ তাকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আটক করার ৯ ঘণ্টা পর রাতে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

fakhrul

এদিকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদের খোঁজেও পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় নেতাদের বাসাবাড়িতে যায়।

বিএনপি নেতাদের অভিযোগ, শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা, বনানীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, মোহাম্মদপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় এবং গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের বাসায় গোয়েন্দা পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালান। কিন্তু তাদের কাউকে গোয়েন্দারা পাননি।

আগুনে পুড়ছে অসংখ্য যানবাহন

বিএনপির সমাবেশ ঘিরে শনিবারের সংঘর্ষ এবং রোববারের হরতালের দুই দিনে সারাদেশে ৪৫টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে অর্ধেকই ঘটেছে রাজধানীতে। উদ্বেগ-উৎকণ্ঠার এ সময়ে ৩৭টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তরফে জানানো হয়েছে।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আগুন দেওয়ার মোট ৪৫টি ঘটনার মধ্যে ২৭টিই ঘটেছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে হরতালের দিনে ঢাকায় চারটি আগুন দেওয়ার ঘটনা আছে, ঢাকার বাইরে এই সংখ্যা ৯টি।

6

দুই দিনে কেবল ঢাকা বিভাগে ৪১টি, খুলনা বিভাগে দুটি এবং রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ এবং সিএনজি চালিত একটি অটোরিকশা পুড়ে যায়।

যানবাহন ছাড়াও পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার এবং রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস এও জানিয়েছে, শনিবার বিকালে ঢাকার শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরার পথে সংস্থাটির পানিবাহী একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় ‘উচ্ছৃঙ্খল জনতা’। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও এক চালক আহত হয়েছে।

এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ রোববার এক বিবৃতিতে বলেছেন, সমাবেশ কর্মসূচির নামে শনিবার ঢাকা শহরে বিভিন্ন পরিবহনের ৫টি এবং রোববার হরতালে আরও ৭টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে।

বিইউ/এএস