জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল প্রত্যাখান করে ঢাকা জজ কোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইজীবীরা।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে শুরু হয়ে দায়রা ও জজ আদালত ভবন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি আব্দুল্লাহ আবু, ঢাকা বারের সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্য আইনজীবীরা।
এ সময় মিছিল ও সমাবেশ থেকে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করার দাবী জানিয়েছেন তারা।
এআইএম/এইউ