images

রাজনীতি

শুধু ছাত্রলীগ যদি ছাইড়া দেই, তাই তো পারবেন না: বিএনপিকে মায়া

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ০৫:১৪ পিএম

বিএনপি যে নেতাকর্মী নিয়ে সমাবেশ করেছে, তাদের নিয়ে আওয়ামী লীগের মোকাবিলা সম্ভব না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এই ধরণের নেতাকর্মী দিয়া আওয়ামী লীগের লগে পারা সম্ভব না। শুধু ছাত্রলীগ যদি ছাইড়া দেই, তাই তো পারবেন না। যুবলীগের কথা তো কইলামই না। যুবলীগ আওয়ামী লীগের বল্লা (মৌমাছি)। স্বেচ্ছাসেবক লীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে। আমার মুক্তিযোদ্ধা ভাইরা আছে।’

Assembly5

বক্তব্যকালে নেতাকর্মীদের একাংশ স্লোগান শুরু করেন। অনেকে আবার লাঠিসোঁটা উঁচিয়ে ধরেন। পরে নেতাকর্মীদের মায়া বলেন, ‘এখন নামান, কালকা (আগামীকাল) লাগব।’

একই সময় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

তবে অন্যদের মধ্যে বক্তব্যকালে পুলিশের উপর হামলার মাধ্যমে আবারও বিএনপি তাদের সন্ত্রাসী পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

এ সময় তিনি নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

কারই/আইএইচ