images

রাজনীতি

হরতাল প্রতিরোধের ঘোষণা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম

পুলিশ হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করে দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে শনিবার (২৮ অক্টোবর) শান্তি-উন্নয়ন সমাবেশ থেকে হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

সমাবেশে বক্তব্যকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এ দেশে সহিংসতার রাজনীতি করে বিএনপি-জামায়াত। আওয়ামী লীগের আজকের এ মহাসমাবেশ প্রমাণ করে এ দেশে মুক্তিযুদ্ধ বিরোধীদের স্থান নেই। আগামীকাল কোনোপ্রকার হরতাল হবে না।

তাপস বলেন, মুজিব আমাদের চেতনা, শুধু নেতা নয়। বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে। আগামীকাল হরতাল হবে না। গাড়ি চলবে। আমরা পাড়া-মহল্লায় হরতাল প্রতিরোধ গড়ে তুলব।

 

আরও পড়ুন

বিএনপি ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে: কাদের

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনের হরতালের ঘোষণা দেন।

 

দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেওয়ার সময় ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুড়ে পণ্ড করে দিয়েছে। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএইচডি/আইএইচ