images

রাজনীতি

মতিঝিলে জামায়াত-পুলিশের সহাবস্থান!

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ০২:৩৯ পিএম

শাপলা চত্বরে ডাকা সমাবেশকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সকাল থেকেই পুলিশের উত্তেজনা বিরাজ করছে। তবে দুপুর পর্যন্ত তাদের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে উভয়কে শান্তিপূর্ণ সহাবস্থান করতে দেখা গেছে। কেউ কারও বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না। এমনকি পুলিশের ব্যারিকেডে সহযোগিতা করতে দেখা গেছে জামায়াত-শিবির কর্মীদের।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরের পর নটরডেম এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এর আগে আরামবাগে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকে দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। তবে তা ভেঙে জামায়াত-শিবিরের কর্মীরা শাপলা চত্বরের দিকে এগোতে থাকেন। এক পর্যায়ে পুলিশ নটরডেম কলেজের সামনে ব্যারিকেড দেয়। সেখানেই অবস্থান নেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

PP

জামায়াত-শিবির দাবি করছে, পুলিশ তাদের সমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তায় বসে সরকারবিরোধী নানা শ্লোগান দিচ্ছেন।

এআইএম/জেবি