নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩, ১০:৪৯ এএম
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নেমেছে। এদিন দুপুরে ওই জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) কর্ণফুলী উপজেলার কেইপিজেড মাঠে এই জনসভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, তিনি পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি এবং টানেল পার হয়ে আনোয়ারায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এরপর দুপুরে জনসভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
শনিবার সকাল ৭টা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে ঢুকতে শুরু করেছেন। এর আগে ভোরেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বাস-ট্রাক-পিকআপে করে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যাত্রা শুরু করেন। কেউ কেউ আগেভাগে এসেই আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় অবস্থান নিয়ে সকালে জনসভায় প্রবেশ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন বলে আশা করছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আমাদের জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে নৌকার আদলে একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া সমাবেশে অংশগ্রহণকারীদের সুবিধার্থে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কারণ অনুষ্ঠানস্থলে স্যানিটেশন ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং নারীদের নির্বিঘ্নে অংশগ্রহণের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
এইউ