নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম
দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির আগামী ২৮ অক্টোবরের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে। এখনো কোনো দলকেই এখনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ডিএমপির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুই দলই পছন্দের জায়গায় অনুমতি পাবে। ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ। তবে জামায়াতকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) গণমাধ্যমকে বলেন, এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল (শুক্রবার) সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।
অন্যদিকে জামায়াত ইসলামী যেখানেই নামবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে যাবে বলে জানিয়েছে ডিএমপির সূত্র।
/এএস