জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৩, ০১:২৮ পিএম
শারীরিক জটিলতা বাড়ায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় আট ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেওয়া হয়েছে।
বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এই তথ্য জানিয়েছেন।
গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।
চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে ভোর রাত সাড়ে তিনটার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে আট ঘণ্টা পর আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবার কেবিনে নেওয়া হয়েছে।
এই দফায় হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়াকে একাধিকবার সিসিইউতে নিতে হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ‘খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। খালেদা জিয়ার যে অবস্থা, তাতে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকেরা তাদের সাধ্য অনুযায়ী যা করার, করেছেন। এখন তাকে বিদেশে নিতেই হবে। এতে তার জীবন রক্ষা পেতে পারে।’
মাঝে অবশ্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তাকে বিদেশে পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
বিইউ/জেবি