নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
আপস করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
সরকারকে সরাতে না পারলে স্বাধীনতার অস্তিত্ব থাকবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারকে সরাতে হলে সকলকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, এখন আর এক মাসও সময় নাই। আর কয়েকটা দিন আছে। বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, এখন তারা (আওয়ামী লীগ) একটা নতুন কথা চালু করেছে। বিএনপি নাকি সন্ত্রাসী দল। বিএনপি নয় বরং আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা। সরকারই গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।
মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে সরকারকে হটাতে হবে। আপস করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়।
বিএনপির এই নেতা আরও বলেন, অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না।
টিএই/এমআর