images

মতামত

পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত বিকেল কিংবা সন্ধ্যায় নিলেন না কেন?

ঢাকা মেইল ডেস্ক

২২ জুলাই ২০২৫, ১২:০০ পিএম

পরীক্ষা পেছানোর জন্য ধন্যবাদ। কিন্তু রাত ৩টায় যদি সিদ্ধান্ত দেন সকাল ১০টার পরীক্ষা হবে না, যাদের জন্য এই সিদ্ধান্ত তারা কী করবে এখন? নিশ্চয়ই তারা ঘুমাচ্ছে? আচ্ছা পরীক্ষা পেছানোর এই সিদ্ধান্ত কেন বিকেলে কিংবা সন্ধ্যায় নিলেন না? অন্তত রাত ৮টায় ছেলেমেয়েরা ঘুমাতে যাওয়ার আগে কেন নিলেন না? কেন আপনারা  বললেন, মাইলস্টোনের ঘটনার সাথে এইচএসসি-র কোনো সম্পর্ক নাই?

আর এখন যখন সারা দেশের কলেজগুলো থেকে একে একে পরীক্ষা বর্জনের ঘোষণা এলো, যখন সমাজের নানা স্তরের মানুষ সমালোচনা শুরু করলো তখন বলছেন পরীক্ষা স্থগিত। লাখ লাখ শিক্ষার্থী ঘুম থেকে উঠে এই সিদ্ধান্ত জানবে এবং আরেকবার আপনাদের গালি দেবে। এমন ট্রমার দিনে বারবার যে কষ্ট দিলেন এর দায় কার?

আচ্ছা আপনাদের সারা দিনে কেন মনে হলো না কালকে মাইলস্টোনেও নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কলেজের শিক্ষার্থীরা এত ট্রমা নিয়ে পরীক্ষা কীভাবে দেবে? কীভাবে শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন করবে? দূর থেকে দেখে আমরা ঘুমাতে পারছি না আর আপনারা বাচ্চাদের পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন কী করে? একদিকে রাষ্ট্রীয় শোক, একদিকে ট্রমা, আরেক দিকে পরীক্ষা এক ধরনের মকারি! এই মকারির দায় কার?

কথাগুলো বলছি এই কারণে যে, দেখেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অথচ পরীক্ষা নেবেন না এই সিদ্ধান্ত নিলেন রাত ৩টায়। আচ্ছা এই সক্ষমতা নিয়ে আপনারা নির্বাচন, সংস্কার বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত কীভাবে নেবেন? এই যে লাশের সংখ্যা তথ্য নিয়ে এত অবিশ্বাস সন্দেহ কী জবাব দেবেন?

আগেই বলেছি ঘুমাতে পারছি না। এত মৃত্যু, মানুষের এত আর্তনাদ দেখেছি যে, নিজের দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছি। নানা প্রশ্ন মাথায় ঘুরছে। ফেসবুকে দেখছি একজন প্রশ্ন করেছেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার নাম কী? তিনি এখন কোথায়? আচ্ছা কোন কোটায় তিনি স্বাস্থ্য উপদেষ্টা দয়া করে আমাদের বলবেন কি সরকার বাহাদুর!

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা স্বাস্থ্য উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালীন প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। এছাড়া তিনি গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। গ্রামীণ শক্তি এবং গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আচ্ছা এগুলোর কোনটা স্বাস্থ্য উপদেষ্টা হবার যোগ্যতা? আচ্ছা তাও মানলাম এগুলো যোগ্যতা। আচ্ছা আমাদের বলেন তো আপনার স্বাস্থ্য উপদেষ্টা আর আপনার সরকার গত এক বছরে স্বাস্থ্য খাতে কী করেছে?

Biman22

আগে একবার প্রশ্ন করেছি সংস্কৃতি উপদেষ্টা, রেল উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তথ্য উপদেষ্টার হাসপাতাল কাজ কী? আচ্ছা দেশের চিকিৎসকরা যখন এত চেষ্টা করছে তাদের ধন্যবাদ না দিয়ে আগ বাড়িয়ে বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলে দেশের চিকিৎসকদের কেন অপমান করলেন? কে দেবে এসব প্রশ্নের উত্তর?

আগেই লিখেছি ঘুমাতে পারছি না! পোড়া বাচ্চাদের আর্তনাদ, স্বজনদের আহাজারি, অসংখ্য মৃত্যু, শত মানুষ আহত, হাসপাতালে উপদেষ্টা আর রাজনৈতিক নেতাদের মকারি, সব মিলিয়ে ট্রমাময় একটা দিন যেটা খুব সহজে ভুলবো না। তবে এই ট্রমার ভিড়ে গর্ব আর স্বস্তির নাম শিক্ষক মাহিরীন। এই শিক্ষক বিমান দুর্ঘটনার পর বের হবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আগুনের মধ্যে থেকে টেনে টেনে বের করেন অন্তত ২০টা বাচ্চার জীবন বাঁচিয়েছেন। তাকে যখন উদ্ধার করা হয় তখন প্রায় মৃত। হাসপাতালে নেওয়ার পর রাতে ইন্তেকাল করেছেন।

এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক নাজমুল আহসানের একটা স্ট্যাটাস শেয়ার করেছি যেখানে তিনি লিখেছেন, বিমান দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যেখানে যারা ছিলেন এমনকি যারা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন, তারাও চলে এসেছেন। আহতদের চিকিৎসায় সবাই মিলে অক্লান্ত চেষ্টা করছেন।

খুব করে চাই এই যে শিক্ষক, চিকিৎসক, ফায়ার সার্ভিসসহ জানা অজানা অনেকের মানুষের জন্য লড়াই সেই লড়াইটা টিকে থাকুক। এমন নির্মম মৃত্যুর দিন আর না আসুক এই জনপদে! আল্লাহ সবাইকে বিবেকবোধ দিক! ভালো থাকুক এই বাংলাদেশ! ভালো থাকুক প্রতিটি মানুষ!

লেখক: সহযোগী পরিচালক, মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম, ব্র্যাক