২৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ এএম
আমরা অনেক সময় না বুঝে শর্তপূরণ না করে অথবা বিধি লঙ্ঘন করে চেক ডিসঅনারের মামলা দায়ের করে থাকি। চেক সংক্রান্ত সমস্যার যথাযথ প্রতিকার পেতে অবশ্যই The Negotiable Instruments Act 1881 আইনটি ফলো করতে হবে। অন্যথায় প্রতিকার পাওয়া তো দূরের কথা পরিশ্রমটাই পণ্ডশ্রম হবে।
দীর্ঘদিন যাবত আর্থিক লেনদেন নগদ অর্থের পাশাপাশি ব্যাংক চেকের মাধ্যমে চলে আসছে। ১৮৮১ সনে চেক ডিজঅনার সংক্রান্ত আইনটি পাশ হয়। চেক ডিজঅনার সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশে ১৯৯৪ সনে আইনের প্রথম সংশোধনী আনয়ন করা হয়।
কিন্তু সম্প্রতিকালে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে চেক ডিজঅনার এবং ব্যাংকে টাকা না রেখে যত্রতত্র চেক প্রদান করে প্রতারণা করার প্রবণতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এমন বাস্তবতায় ২০০০ সনে ১৭নং আইন দ্বারা চেক ডিজঅনারে কঠোর শাস্তি প্রদানের জন্য ১৩৮ ধারা সংযোজন করা হয়েছে।
১৩৮ ধারার অপরাধ প্রমাণ হলে চেকদাতার শাস্তি স্বরূপ প্রতারণার জন্য ১ বছরের কারাদণ্ড এবং বর্ণিত চেকে উল্লেখিত টাকার ৩ গুণ অর্থদণ্ড দিতে হবে। ২০০৬ সনে পুনঃরায় অত্র আইন সংশোধন করা হয়।
১৩৮ ধারার সহিত ১৩৮(ক) ধারা যুক্ত করা হয়। চেক ডিজঅনার এর মামলায় সাজা হলে চেকে উল্লেখিত টাকার ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক টাকা জমা দিয়ে ৩০ দিনের মধ্যে দায়রা জজ আদালতে আপিল করতে হবে।
যে ভুলের কারণে চেকের মামলা খারিজ হয়-
মনে রাখা প্রয়োজন কোম্পানি একটি আইনগত ব্যক্তি। ব্যক্তির মতো কোম্পানি স্বত্ত্বেও অস্তিত্ব আছে। কোম্পানির নামীয় চেক ডিজঅনার হলে অত্র আইনের ১৩৮ ধারা মতে কোম্পানির স্বত্বাধিকারী অর্থাৎ চেকে স্বাক্ষরকারী ব্যক্তি এবং ১৪০ ধারা মতে কোম্পানিকে নোটিশ দিয়ে উভয় ধারায় মামলা দায়ের করতে হয়।
আমাদের অনেক নবীন আইনজীবী বন্ধুগণ কোম্পানির নামে চেক থাকা স্বত্ত্বেও কোম্পানিকে নোটিশ না দিয়ে এবং কোম্পানিকে আসামি না করে মামলা দায়ের করে থাকেন। ইহা একটি মারাত্মক ভুল এবং এইরূপ ভুলের কারণে মামলা খারিজ হয়।
যেসব ভিত্তির উপর দাঁড়িয়ে টিকে থাকে চেকের মামলা-
মনে রাখা দরকার চেক ডিজঅনার এর মামলা বিশেষ কিছু নীতির উপর নির্ভরশীল। Cheque এর Validity থাকে ৬ মাস। অর্থাৎ চেক প্রদানের পর ৬ মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে Bank কর্তৃপক্ষ উক্ত চেকে টাকা প্রদান করতে বাধ্য। চেক ডিজঅনারের মামলা করার আইনগত বিধান হলো ৬ মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত স্থিতি (insuficient found) এর কারণে cheque dishonour হলে Dishonour এর ৩০ ত্রিশ দিনের মধ্যে নোটিশ দিয়ে তৎপর ৩০ দিন অতিবাহিত হওয়ার পর মামলা করতে হয়।
ভিন্ন আইনে মামলা করলে চেকের মামলায় প্রতিকার পাওয়া কী সম্ভব?
Stop paymet (চেক দাতার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধে বাঁধা), Signature Differ (চেক দাতার সাক্ষরের সঙ্গে চেকের সাক্ষরের অমিল) Validity over (চেকের সময় অতিবাহিত) ইত্যাদির কারণে cheque dishonour হলে ১৩৮ ধারায় মামলা দায়ের করা যায় না।
তাহলে উপায় কী? উপায় হচ্ছে ভিন্ন আইনে মামলা করা। আর এই ভিন্ন আইনে মামলা করলে প্রতিকার জুটবে কতটুকু সেটিই আলোচ্য বিষয।
আমরা অনেক সময় শর্তপূরণ না করে অথবা বিধি লঙ্ঘন করে চেক ডিসঅনারের মামলা দায়ের করে থাকি। চেক সংক্রান্ত সমস্যার যথাযথ প্রতিকার পেতে অবশ্যই The Negotiable Instruments Act 1881 আইনটি ফলো করতে হবে। এর বিকল্প নেই। তবে কিছুটা প্রতিকার পাওয়া যায।
তাহলো এই ক্ষেত্রে legal Notice দিযে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করা যায়। এই মামলায় অর্থদণ্ডের কোনও বিধান নেই। কেবলমাত্র physical punishment এর বিধান আছে। তাই দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা মামলা দায়ের প্রতিকার থেকে এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করলে অধিকার প্রতিকার পাওয়া যায়।
লেখক: সদস্য, ঢাকা ও সিরাজগঞ্জ জেলা বার।