images

অফবিট

পাখির বিষ্ঠার ফেসপ্যাক: আকাশ ছোঁয়া দাম, ব্যবহার করেন ধনকুবেররা!

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ এএম

এককালে যা ছিল খাবার জিনিস এখন তা রূপচর্চার উপাদান। দই থেকে শশা কিংবা মধু- এমন হাজারটা জিনিসের নাম বলা যায়। তাই বলে কষ্টের পয়সা খসিয়ে পাখির বিষ্ঠা মাখতে হবে? তাও আবার মুখে? 

মাখতে হবে নয়, মাখছেন অনেকে। কারণ ওই বিষ্ঠা ব্যবহার করা হয় এক ধরনের ফেসপ্যাক হিসেবে। রীতিমতো দামি ফেসপ্যাক। বিশ্বাস হচ্ছে না?

এর নেপথ্যে রয়েছে নাইটিঙ্গেল পাখি। জাপানি নাইটিঙ্গেল। এই পাখির বিষ্ঠা দিয়েই বিশেষ ধরনের ফেসপ্যাক তৈরি করা হয়। যা বেশ জনপ্রিয়। যদিও অনেক দামের কারণে সাধারণ মানুষের সাধ্যের অতীত। 

জাপানি নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন সেলিব্রেটি এবং ধনকুবেররা। একবার এই প্যাক ব্যবহারে খরচ পড়ে প্রায় ১৭ হাজার টাকা। এখন প্রশ্ন ওঠে, পাখির বিষ্ঠার কোন বিশেষত্ব ম্যাজিক করছে মুখমণ্ডলে?

nightingale poop facial

গবেষকরা জানিয়েছেন, নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় গুয়ানিন নামের একপ্রকার উৎসেচক থাকে। গুয়ানিন চামড়াকে নরম রাখে। এই কারণেই এই প্যাক ইতিমধ্যে ব্যবহার করেছেন টম ক্রুজ, ভিক্টোরিয়া বেকহ্যামসহ বহু তারকা।

জাপানে বেড়াতে গেলে, সাধ্য থাকলে আপনিও ব্যবহার করতে পারেন নাইটিঙ্গেল পাখির বিষ্ঠায় তৈরি ফেসপ্যাক।

সূত্র: সংবাদ প্রতিদিন

একে