নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২২, ০৮:১১ পিএম
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো আরেকটি জরুরি জিনিস হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার। বর্তমানে অনলাইনে মাত্র ৫ মিনিটেই টিন নাম্বার এবং টিন সার্টিফিকেট পাওয়া যায়। অবশ্য সশরীরে আপনার অঞ্চলের কর অফিসে গিয়েও টিন নাম্বার নেওয়ার সুযোগ আছে। কিন্তু অনলাইনের সহজপ্রাপ্যতা ছেড়ে কর অফিসে কে যেতে চায় বলুন!
টিন নিতে প্রথমেই আপনাকে ঢুকতে হবে https://secure.incometax.gov.bd/ এই ঠিকানায়। এখানে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঢোকার পর উপরে দেখতে পাবেন রেজিস্ট্রার বাটন। এখানে ক্লিক করলে একটি ফরম ওপেন হবে।
ফরমে নিজের পছন্দমতো একটি ইউজার আইডি, পাসওয়ার্ড, ই-মেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দেবেন। একটি নিরাপত্তা প্রশ্নেরও উত্তর দেওয়া লাগবে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। নিজের ইচ্ছামতো একটি সিলেক্ট করে উত্তরও নির্ধারিত বক্সে লিখবেন। এরপর নিচে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি কোড আসবে। সেটা নির্ধারিত বক্সে দেবেন। তাহলে হয়ে গেলো আপনার অ্যাকাউন্ট। এবার এই অ্যাকাউন্টে লগইন করে টিন নাম্বার ও সার্টিফিকেট নিতে হবে।
যে ইউজার আইডি ও পাসওয়ারর্ড দিয়েছিলেন সেগুলো দিয়ে এবার নিজের অ্যাকাউন্টে লগইন করুন। ঢোকার পর বাম কোণায় উপরে টিন অ্যাপ্লিকেশন নামের একটি বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আবার একটি ফরম ওপেন হবে। এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং পেশাগত পরিচয় দিয়ে সাবমিট করলেই পেয়ে যাবেন টিন সার্টিফিকেটের পিডিএফ কপি ও টিন নাম্বার। এরপর চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন বা এভাবেই সংরক্ষণ করতে পারেন।
এসএ/এমআর